পাবনায় অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

0
128

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবনার সুজানগরে নদী থেকে পনেরো বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার নাজিরগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাসামপুর গ্রামের একটি নদী থেকে লাশটিকে উদ্ধার করে পুলিশ।

সুজানগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকমুখে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে নদীর পানিতে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।

চলতি মাসের ১১ তারিখে পার্শ্ববর্তী সাঁথিয়া থানায় একটি মেয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। সেই মেয়েটির বয়সও ১৪ বছর। তার সাথে উদ্ধারকৃত লাশটিকে মেলানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানায় সুজানগর থানা পুলিশ।