পাবনায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

0
119
pabna-Dro-24-p-16
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পাবনায় এ অব্দি করোনা উপসর্গ নিয়ে ১২ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ছয়জনসহ ১৮ জন মারা গেছেন। এ জেলায় গত ৪৮ ঘন্টায় নতুন করে ১২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৯৩ জন।

বুধবার ২৪ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের অফিস সহকারী লিয়াকত আলী (৫৮) মারা গেছেন। । সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ জুন করোনার উপসর্গ দেখা দিলে লিয়াকত আলীকে রাজশাহী মেডিকের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল করোনা পজিটিভ আসে। এরপর তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, লিয়াকত আলীর মরদেহ পাবনায় এলে স্বাস্থ্যবিধি মেনে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, তিনি বিভিন্নজনের মাধ্যমে করোনায় ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে গঠিত টিম কাজ করছে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় প্রাণঘাতী কোভিড-১৯ এ আরও দুইজনের মৃত্যু