দ্রোহ অনলাইন ডেস্ক
ঢাকা ও যশোর থেকে দুইবার পালিয়ে আসা এক করোনা পজেটিভ রোগীকে আটক করেছে পুলিশ।
আটক রোগীকে মাগুরার শালিখায় ভাড়া করা বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে।
মাগুরা পুলিশ জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ৮ মে ঢাকায় পরীক্ষা করে করোনা পজেটিভ আসে এবং তিনি ঢাকা থেকে পালিয়ে যশোরে চলে আসেন।
২২ মে যশোরে দ্বিতীয় বার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসলে তিনি সেখান থেকে পালিয়ে মাগুরার শালিখা উপজেলায় চলে আসেন। আক্রান্ত ব্যক্তির ঠিকানা জানতে চাইলে তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার রাঢিখালী গ্রামের ঠিকানা দেন। ঠিকানা মোতাবেক তার সন্ধান না পেয়ে মাগুরা সিভিল সার্জন অফিস থেকে তার মোবাইল নম্বর ট্র্যাকিং করে। এরপরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম জানান, অনেক চেষ্টার পর আড়পাড়ার একটি ভাড়া বাসায় তাকে পাওয়া গেছে। সেখানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।