পায়েল সরকারের প্রেমের আকুতি

0
129
জনপ্রিয় অভিনেত্রী পায়েল

দ্রোহ বিনোদন ডেস্ক

আমি এখন অবধি কোনো প্রেম করিনি, বর্তমানেও কোনো প্রেম করছি না। মূলত কাউকেই পছন্দ হচ্ছে না, কী করব? জোর করে আর যায় হোক প্রেম তো হয় না। আমার চারপাশটা কেমন যেন বোরিং হয়ে আছে। আশেপাশের মানুষগুলোকে ভালো লাগছে না। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিওর মতো কাউকে পাচ্ছি না তো।

পায়েল আরও বলেন, কই, আমাকে নিয়ে তো গুজব রটানোর শেষ নেই। এইতো সম্প্রতি একটা গুজব শুনলাম, আমি নাকি বিয়ে-টিয়ে করে বিদেশে চলে গেছি। আর ছবি করব না।

কেমন চলছে কলকাতার ছবি? এমন প্রশ্নের জবাবে পায়েল বলেন, প্রতি মুহূর্তেই দর্শকদের রুচি বদলাচ্ছে। আমি দশ বছর আগেও যে সব কমার্শিয়াল ছবি করেছি, সেগুলো কিন্তু এখন আর চলে না। এর কারণ আজ থেকে ১০ বছর আগের সময়টায় শুধুমাত্র সিনেমা ছিল। এখন ওয়েবও আছে। সবমিলিয়ে দর্শকের রুচি অনুযায়ী সিনেমায় কাজ করা খুব গুরত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

আরও দেখুন-রাস্তা তৈরিতে বাধা দুটি গাছ

প্রেম আমার, বোঝে না সে বুঝে না এবং পাশের বাড়ির মেয়ে ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হন পায়েল সরকার। তবে এরপর তার কিছু ছবি ফ্লপ হয়। তার শেষ ছবি মুখোশ ব্যবসাসফল হয়নি। সম্প্রতি ম্যাজিক নামে একটি ছবিতে কাজ শুরু করেছেন তিনি।