পিলখানার ঘটনা চাকরীচ্যুতদের পুর্ণ বহালের দাবীতে মানববন্ধন

0
58

ঝিনাইদহ প্রতিনিধি

পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরীতে পুর্ণ বহালের দাবিতে মানববন্ধন করেছে চাকরীচু্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিডিআর কল্যান পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে চাকরীচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন ও সন্তানরা অংশ গ্রহন করেন।

আরও পড়ুন – কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

মানববন্ধন শেষে চাকরীচ্যুত বিডিআর সদস্যরা ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে শহরের পায়রা চত্বরে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য এবিএম কামরুজ্জামান, হাবিলদার মনিরুজ্জামান, মেডিকেল এ্যসিসটেন্ট মুরাদ আলী, ল্যান্স নায়েক আব্দুল কাদের ও সিপাহী আশরাফুল ইসলাম প্রমুখ।

সাবেক বিডিআর সদস্যরা অভিযোগ করেন, ২০০৯ সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআরে কর্মরত ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্তের দাবী করা হয়।