দ্রোহ বিনোদন ডেস্ক
পুত্র সন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। চক্রবর্তী পরিবারে নেমে এলো খুশির জোয়ার। সন্তানকে স্বাগত জানালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী দম্পতি।
শনিবার দেড়টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর প্রথম সন্তানের জন্ম হয়। নবজাতকের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা এবং সন্তান দুজনেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানান তিনি।
কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজের বাবা। থমথমে পরিবারে অবশেষে খুশির মেজাজ। রাজ-শুভশ্রীর সন্তানের খবরে খুশির হাওয়া টলিপাড়াতেও।
আরও দেখুন–Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’
প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ই মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।