পুরনো গান নতুন করে গাইবেন কুমার বিশ্বজিৎ

0
125
কন্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ

দ্রোহ বিনোদন ডেস্ক

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ করোনাকালেও গান নিয়ে ব্যস্ত আছেন। ঈদ পরবর্তী আবারও একাধিক গানের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। তার গাওয়া পুরনো শ্রোতাপ্রিয় বেশকিছু গান নতুন করে কণ্ঠে তুলবেন। আগামী সপ্তাহের মধ্যেই তালিকা চূড়ান্ত করে কণ্ঠ দেয়ার কাজ শুরু করবেন।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রোতাদের কাছ থেকে অনুরোধ এসেছে। পুরনো গান নিয়ে যেন আমি কাজ করি। এ ছাড়া আমার নিজেরও এমন পরিকল্পনা ছিল অনেকদিন থেকে। খুব বেশি পরিবর্তন ছাড়াই গানগুলো নতুন করে সাজাব। এদিকে বর্তমানে তিনটি নতুন গানে সুর ও কণ্ঠ দেয়ার কাজ চলছে। গানগুলো লিখেছেন লিটন অধিকারী রিন্টু, শহীদুল্লাহ ফরায়জী ও সালাউদ্দিন সজল। ঘরে থেকেই এসব কাজ করছেন তিনি।