দ্রোহ অনলাইন ডেস্ক
ভারতীয় পেসার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান নিজের গৃহকর্মীর বিরুদ্ধে হুমিক দেওয়ার অভিযোগ করেছেন। দেড় বছর আগে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন হাসিন।
হাসিন এবারে অভিযোগ করেন সাবেক এক গৃহকর্মী তার ব্যক্তিগত ছবি এবং ফোন নম্বর ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে প্রতিনিয়ত ফোন করেছেন।
হাসিনের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যে নম্বর থেকে ওই গৃহকর্মী ফোন করতেন, তা ওই ব্যক্তির বলে পুলিশ দাবি করে।
হাসিন জানান, সেপ্টেম্বর মাস থেকে তাকে ফোনে লাগাতার হুমকি দিচ্ছেন বাড়ির সাবেক গৃহকর্মী শীলা সরকার। হাসিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন তিনি। শীলার ছেলে হিসেবে পরিচয় দিয়ে এক পুরুষও তাকে হুমকি দিয়েছেন।
হাসিনের অভিযোগের তদন্তে নেমে পুলিশ ক্যানিং স্টেশন রোড থেকে দেবরাজ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।