কুষ্টিয়া প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের নির্বাচিত এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ নির্বাচন পরবর্তী পোলিং এজেন্টদের সাথে মতবিনিময় সভায় কাঁদলেন। কাঁদালেন।
শনিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী উপজেলা সদরের সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে তার পক্ষের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন।
প্রথমবারের মত আয়োজিত এ অনুষ্ঠানে কুমারখালী উপজেলার ১০০ টি কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ তৃর্ণমূলের প্রায় নয়’শ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় মতবিনিময় কালে নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।
সভায় পোলিং এজেন্ট নাজমুল হোসেন বলেন, শক্তিশালী নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জএর বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি। এমপির কাছে আমরা মাসিক ভাতা প্রদানের দাবি জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ। তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।
এ সময় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।