পোড়াদহে প্রভাবশালীদের হামলায় ভাঙ্গলো আম্বিয়ার ঘর

0
118
Poradoh-Dro-11-p-12-compressed
ছবি সংগৃহিত

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়া জেলার পোড়াদহে প্রভাবশালীদের হামলায় নিরহ গৃহহীন হলেন হোমিও ডাক্তার আম্বিয়া ও তার স্বামী।

মঙ্গলবার বিকাল ৫টার সময় মিরপুর থানার পোড়াদহে হোমিও চিকিৎসক আম্বিয়া খাতুনের বাসাবাড়ীতে হামলা চালানোর ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালীরা তার বাড়ী, টিভি, ফ্রিজসহ শোকেস আসবাবপত্র ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী প্রতিবেশি শফিকুল,হাসমত ও মাহাবুব তাদের গুন্ডাবাহিনী সাথে নিয়ে নিরীহ আম্বিয়া ও তার স্বামী মনিরুল ইসলামকে প্রচন্ড মারধর করে। এরপর আম্বিয়ার ইটের গাথুনী দেওয়া ঘর ধসিয়ে দিয়ে ঘরে থাকা ফ্রিজ, টিভি এবং আসবাবপত্র ভাংচুর করে।

হোমিও ডাঃ আম্বিয়া বলেন, তার ঘরে থাকা এক লক্ষ আশি হাজার টাকা স্বর্ণ অলংকার প্রভাবশালীরা লুটপাট করে নিয়ে যায়। তিনি আরও বলেন পুলিশকে এ ব্যাপারে অভিযোগ দিলে প্রভাবশালী প্রতিবেশিরা আরও চড়াও হয়ে তাকে ও তার স্বামীকে পিটিয়ে আহত করে।

আহত হোমিও ডাঃ আম্বিয়া ও তার স্বামী মনিরুল মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মিরপুর থানায় মামলা দায়ের করেন।

আহম্মদপুর ক্যাম্প ইনচার্জ লিখন কুমার এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।