প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

0
64
ছবি সগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ৫ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এসময় প্রধান শিক্ষকের লোকজন ছাত্রদের উপর হামলা করে। এ ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম করে আছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, গেল সোমবার ১৭ দফা দাবি নিয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি আবদেন করি। তার প্রেক্ষিতে আজকে প্রধান শিক্ষক বহিরাগতদের স্কুলে নিয়ে এসে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি।

আরও পড়ুন – কুমারখালীর পৌরসভার মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেজাউল করিম তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা দাবি করেন। তিনি বলেন, আমার কাছে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছিল তাদের দাবিগুলো নিয়ে বসতে চেয়েছিলাম।

এসময় প্রধান শিক্ষকের কাছে তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নিব।

দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি তাদের দাবিগুলো যৌক্তিক। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এবিষয় কথা বলবো।