প্রস্তুতির শেষ ধাপ

0
97

সাড়ে ৫শ বছর পুরাতন খোকসার কালীর বার্ষিক পূজা ও পক্ষকালের গ্রামীন মেলা শুরু হবে শুক্রবার দিনগত রাতে। বিশাল মেলার মাঠ জুড়ে বসেছে বাহারীসব পণ্যের দোকান। সবাই প্রস্তুতি নিচ্ছেন। দোকান সাজাতে ব্যস্ত সবাই। ক্রেতারাও ভীড় জমাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধায় ছবি গুলো তোলা।