কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত রাহাত ইসলাম পলাশ (৩০) কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত আরেকজন ফাহিম অনিক (২৩) ফ্রিল্যান্সিং করতেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
এ ছাড়াও দুর্ঘটনায় আহত তানভীর গণি (২৩) নামের আরেকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন – চাচীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদার দাবি, দুই ভাতিজা আটক
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, মোটরসাইকেলটি পার্শ্ববর্তী সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিল। এ সময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রæতগতির প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। এতে দুইজন নিহত হয়েছেন।