প্রাণঘাতী করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান এর মৃত্যু

0
116
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বিশিষ্ট শিল্পপতি এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন। সোমবার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

যমুনা গ্রুপের দৈনিক যুগান্তরের অনলাইন ভার্ষনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ১৪ জুন নুরুল ইসলাম করোনা শনাক্ত হন। সেদিনই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টরের ভাষ্যমতে করোনায় তার কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

অনলাইন ভার্ষন থেকে আরও জানা যায়, নুরুল ইসলাম বাবুলের চিকিৎসায় এভার কেয়ারের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাছাড়াও চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসাপাতালের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দেন।