প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল ফেরতের রিটের রায় রবিবার

0
132
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজারের বেশি শিক্ষকের টাইম স্কেল ফেরত সংক্রান্ত রিটের রায় ঘোষণার জন্যে রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার শুনানি শেষ হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।