প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীর হ্যাটট্রিক জয়

0
144
সংগৃহীত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী ক্রীড়া চক্র।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকার পর আবাহনী কাঙ্খিত জয় পায় ৭৯ মিনিটে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ তিন মৌসুমে দলটি একটি মাত্র ট্রফি ঘরে তুলেছে। ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর দলটির সামনে বড় চ্যালেঞ্জ লিগ শিরোপা পুনরুদ্ধার। সেই চ্যালেঞ্জে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে আকাশি-নীলরা।

৭৮ মিনিট পর্যন্ত গোল না পাওয়ায় দুশ্চিন্তায়ই পড়ে গিয়েছিলেন আবাহনীর সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ-আফগান মিশেলে আবাহনী পায় ম্যাচজয়ী গোল। আফগানিস্তানের মাসি সাইঘানির পাস থেকে গোল করেন জুয়েল রানা।

তিন ম্যাচ শেষে আবাহনী ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংসের সঙ্গে। অন্যদিকে তিন ম্যাচে ১ পয়েন্ট পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের।