প্রেরণা

0
3

নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দশ বছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল ফিতরে আন্তঃ ব্যাচ ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়ে গেলে। ২০০১ থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১৯টি ব্যাচ এই আন্তঃ ব্যাচ ক্রিকেট এ টুনামেন্টে অংশ গ্রহন করে। শুক্রবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুনামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ শেষে চাম্পিয়ন ও রানার আপ দলসহ সেরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন ও খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজুসহ ক্রিড়া সংগঠক এবয় আয়োজকরা উপস্থিত ছিলেন। প্রতিবছর দুটি ঈদে খোকসা স্টুডেন্টস আ্যাসোসিয়েশন ঢাকা’র আয়োজনে ১৯টি ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির লক্ষে এ আয়োজন করা হয়ে থাকে। সফল আয়োজন দৃঢ় করেছে ভ্রাতৃত্বের বন্ধন। এটি একটি প্রেরণা হয়ে উঠেছে।

আরও পড়ুন –  রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগালো দুর্বৃত্তরা

আরও পড়ুন – ঝিনাইদহে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, কর্মস্থলে ফেরত যাত্রীরা শিকার