ফরিদপুরে পুজা দেখে বাসায় ফিরে দুই কলেজ ছাত্রীর মৃত্যু

0
59

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দূর্গা পূজা দেখে বাসায় ফেরার পর দুই কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও চিকিৎসকদের ধারণা, বিষাক্ত অথবা অতিরিক্ত অ্যালকোহল পানেই তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ওই দুই কলেজছাত্রী হলেন রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন একই কলেজের ডিগ্রী পড়ুয়া রতœা সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়াডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

দুই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় তারা পূজা দেখতে বের হয়েছিলেন তারা। রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফিরেই অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খারাপ হতে থাকলে ওই বাসার আরেক বাসিন্দা বিথি সাহা মধ্যরাতে তাদের প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাদের দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে গেলে চিকিৎসক রতœাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুইজনের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।

আরও পড়ুন – ময়মনসিংহে প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের ডিউটি অফিসারকে জানানো হয় দুই নারীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। ডিউটি অফিসারের কাছ থেকে তথ্য জেনে হাসপাতালে আসি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে ও প্রাথমিক তদন্তে অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে তারা কি পান করেছিলেন।