কুমারখালী প্রতিনিধি
ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়স্থ কুমারখালী ডাক বাংলোর সামনে কর্মসূচির আয়োজন করে নাগরিক পরিষদ। এতে বীরমুক্তিযোদ্ধা, শিক, মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
কুমারখালী নাগরিক পরিষদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা মহিলা পরিষদের সভাপতি হোসনেয়ারা রুবি, সাংবাদিক আবু দাউদ রিপন, মোশারফ হোসেন, মিজানুর রহমান নয়ন প্রমুখ।