স্টাফ রিপোর্টার
খোকসার ফুটবলারদের জন্য দুই সেট জার্সি উপহার দিলেন সাবেক এক ক্রীড়াবিদ।
বুধবার বিকালে খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুশীলণ কারী ফুটবলারদের জন্য প্রশিক্ষক আরমান হোসেনের হাতে ২২টি জার্সি তুলেদেন কুষ্টিয়া জেলা আম্পায়ার সমিতির সদস্য ও সাবেক ক্রীড়াবিদ নাফিজ আহমেদ রাজু। এ সময় মাঠে অনশীলন কারী ফুটবলাররা উপস্থিত ছিলেন।