ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি পদে সদ্য নির্বাচিত সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের করে। মিছিলটি শহর ঘুরে আবার শহীদ মিনার এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আন্দোলনকারীরা জানান, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর ৭ জানুয়ারীর নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সাবেক এই সংসদ সদস্য ঝিনাইদহ জেলা আ’লীগের সক্রিয় সহ-সভাপতি। একটি চক্র ব্যক্তিগত লাভের আশায় তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ করে দিয়েছে। তারা ফেডারেশনের এই সদস্যক অব্যহতি দেওয়ার দাবি করেন।
আরও পড়ুনে – কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত
সমাবেশে বক্তব্য রাখেন, সমন্বয়ক রিহান আহম্মেদ রায়হান, মীর রাকিব, তানিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস সনি, কেয়া খাতুন ও আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।