ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

0
181
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

ছোট ছোট পাঁচটি কাপড়ের ব্যাগ। তার ভেতর কিছু কাপড় ও সবজি তরকারি। তারই ভাজে ভাজে লুকিয়ে রাখা ছিল ২৫৬ বোতল ফেনসিডিল। চুয়াডাঙ্গা থেকে ট্রেনযোগে মাদকের এ চালান হচ্ছিল রাজবাড়ির গোয়ালন্দে। রেল পুলিশ চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে আলমডাঙ্গার উথুলী এলাকায় এ চালানটি আটক করেন।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়ার পোড়াদহ জিআরপি থানা পুলিশ একজন নারী মাদক ব্যবসায়ীসহ ২৫৬ বোতল ভারতীয় এই ফেনসিডিল আটক করে। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃত আসামীর নাম আসমা খাতুন (৪৬)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের মৃত হানিফ ফরাজীর স্ত্রী। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

পোড়াদহ জিআরপি থানা পুলিশ সূত্র জানায়, সকালে খুলনা থেকে নকশীকাথা ট্রেন মাদক নিয়ে রাজবাড়ির গোয়ালন্দে যাচ্ছিল ওই নারী। এসময় একটি বগিতে বেশ কয়েকটি ছোট ছোট কাপড়ের ব্যাগ দেখে তল্লাশী চালানো হয়। কাপড় ও সবজি তরকারির ভেতরে লুকিয়ে রাখা ছিল ফেনসিডিলের বোতল। এসময় ব্যাগগুলো হেফাজতে রাখা আসমা খাতুনকে আটক করে।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ওই নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাঝে মাঝে ট্রেনযোগে মাদক পাচার করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।