দ্রোহ অনলাইন ডেস্ক
ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর।
শনিবার উপজেলার পাইকপাড়া গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে বলে বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ক ম ইসহাক খোকন জানান।
বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছেন উপজেলার পাইকপাড়া গ্রামের গোফরান মিয়ার ছেলে ইমরান হোসেন (১৩) ও জয়নাল আবেদিনের ছেলে শাকিব (১২)।
ইমরান স্থানীয় তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শেণির ছাত্র। আর শাকিব একই বিদ্যালয়ের ষষ্ঠ শেণির ছাত্র।
চেয়ারম্যান জানান, গ্রামের মোবারক আলী মাঝিবাড়ির বাগানে শিশু-কিশোররা খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শাকিব ও ইমরানের মৃত্যু হয়।
এছাড়া আহত হয় একই গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে নাহিদ (১১)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।