ফেসবুকের হ্যাশট্যাগ ‘কাপল চ্যালেঞ্জ’-এ বিপদ!

0
170
প্রতিকী ছবি

দ্রোহ আই টি ডেস্ক

সম্প্রতি ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘কাপল চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জে অংশ নিয়ে অনেকেই নিজের ঘনিষ্ঠ বন্ধু বা পার্টনারের সঙ্গে ছবি পোস্ট করছেন ফেসবুকে। পোস্টের সঙ্গে জুড়ে দিচ্ছেন #Couple Challenge।

সম্প্রতি এ বিষয়ে সাধারণ মানুষকে টুইট বার্তায় সতর্ক করে দিয়েছে পুনে পুলিশ। ওই টুইটে লেখা হয়েছে, হ্যাশট্যাগ কাপল চ্যালেঞ্জে নিজেদের ছবি পোস্ট করার আগে দুইবার ভাবুন। এই ‘কাপল চ্যালেঞ্জে’ অংশ নেওয়ার বিপদ কোথায়?

সাইবার বিশেষজ্ঞদের মতে, কাপল চ্যালেঞ্জ হ্যাশট্যাগের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুগল তাঁদের ছবি পোস্ট করছেন। একই ভাবে বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ শুধু মাত্র এই হ্যাশট্যাগের সাহায্যে এই চ্যালেঞ্জে সামিল হওয়া অসংখ্য যুগলের ছবি দেখতে পাবেন। সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই ছবিগুলিকে বিভিন্ন অসৎ কাজে, অসাধু উপায়ে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।