বই উৎসব

0
270
স্কুল মাঠে বই বিতরণ করা হচ্ছে।

আনুষ্ঠানিকতা ছাড়াই চলতি শিক্ষা বছরের প্রথম দিন শিশু শিক্ষার্থীসহ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। কার্যত করোনা কালে দীর্ঘ বন্ধের পর নতুন বছরের নতুন বই শিশু শিক্ষার্থীসহ সব বয়সের শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম প্রান স্পন্দন লক্ষনীয় হয়ে ওঠে। কুষ্টিয়ার খোকসার আল হেলাল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিগুলো তোলা।

বুকের সাথে নতুন বই আলগে ধরে লাইনে দাঁড়িয়ে আগামী দিনের কাস রুটিন জেনে নিচ্ছি শিশু শিক্ষার্থীরা।
নতুন বই উচিয়ে নিশ্চিত করে তারা সবাই বাই পেয়েছে।
নতুন বই হাতে পেয়ে দেছুট ।