বই নাই তাই খেলায় মেতেছে

0
58

নতুন শিক্ষা বর্ষ শুরু হলেও নতুন বই পৌচ্ছেনি শিক্ষার্থীদের হাতে। প্রতিদিনই বই পাবার আশায় স্কুলে স্কুলে শিক্ষার্থীরা ভিড় করছে। বই মিলছে না। তাই মধ্য দুপুরে স্কুল কম্পাউন্ডে খেলা করে অলস সময় পার করেছে তারা। স্কুলের সামনের মাঠে “রুমাল চুরি” খেলায় মেতেছে শিশু শিক্ষার্থীরা। কুষ্টিয়ার খোকসার পাইকপাজা মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সোমবার দুপুর পৌনে ২ টায় ছবি গুলো তোলা।

স্কুলে নতুন বই নিতে এসেছিল শিক্ষার্থীরা। বই না মেলায় স্কুল মাঠে “রুমার চুরি” খেলায় মেতেছে শিশু শিক্ষার্থীরা। পাইকপাজা মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র এটি।
স্কুলে নতুন বই নিতে এসেছিল শিক্ষার্থীরা। বই না মেলায় স্কুল মাঠে “রুমার চুরি” খেলায় মেতেছে শিশু শিক্ষার্থীরা। পাইকপাজা মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র এটি।

 

আরও পড়ুন – এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ এপ্রিল

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবি