বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় দুই মাদ্রাসা শিক্ষক জবানবন্দি দিলো

0
151
KUSHTIA-DROHO-12-P-6
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক দুই মাদ্রাসা শিক্ষক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

শনিবার বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন।

চার দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর শনিবার বেলা দুইটায় শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকে আদালতে নেন মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশি কান্ত সরকার।

রবিবার মামলার অপর দুই আসামি মাদ্রাসার ছাত্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, কড়া পাহারায় বেলা দুইটার দিকে দুই মাদ্রাসা শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকে আদালতে নেয়া হয়। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তার খাসকামরায় প্রথমে ইউসুফ আলীর জবানবন্দি নেন। পরে আলাদাভাবে আল আমিনেরও জবানবন্দি নেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

গত ৪ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। পরের দিন শনিবার রাতে কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন এ ঘটনায় বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।