স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-এর ফাইনাল খেলায় বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশের সাথে খোকসা পৌরসভা একাদশের প্রতিযোগীপূর্ন ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্দ্ধারিত সময়ে ম্যাচটি গোল শুন্য অমিমাংশিত থাকে। ফলে ট্রাইবেকারের মাধ্যমে চাম্পিয়ন ও রানারআপ ভাগ্য নির্দ্ধারণ করা হয়।
নিদ্ধারিত ৫টি ট্রাইবেকারের মধ্যে দুই দলই ৪টি করে গোল করতে সক্ষম হয়। পরে অতিরিক্ত আরো একটি ট্রাইবেকার মারার সুযোগ দেওয়া হয় দুই দলের খেলোয়াদের। ভাগ্য নির্দ্ধারণী ট্রাইবেকারে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে ৫-৪ গোলের ব্যবধানে বেতবাড়িয়া ইনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।