দ্রোহ বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্যায় মহারাষ্ট্র রাজ্যের ক্ষতিগ্রস্তদের তিনি বেশ কয়েকটি বাড়ি নির্মাণ করে দেবেন। অবশেষে নিজের দেয়া সেই প্রতিশ্রুতি রাখলেন বলিউড সুপারস্টার।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সালমান খান মহারাষ্ট্রের খিদরাপুর গ্রামের বন্যার্তদের বাড়ি নির্মাণ করতে সাহায্য করছেন। মহারাষ্ট্র সরকারের কেবিনেট মিনিস্টার রাজেন্দ্র পাটিল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভূমি পূজার’ কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিতও করেছেন। একই সঙ্গে বন্যার্তদের ৭০টি বাড়ি নির্মাণে সাহায্য করায় সালমান খানকে ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, এই মুহূর্তে সালমান খান ব্যস্ত ‘রাধে’ সিনেমা নিয়ে। এছাড়াও ‘কিক টু’ ও ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা দুটি রয়েছে তার হাতে।