দ্রোহ অনলাইন ডেস্ক
বরিশালের মেঘনা নদীতে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ৭ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করার বিষয় নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান।
বুধবার সকালে হিজলা গৌরব্দী ইউনিয়ন সংলগ্ন মেঘনার মোহনায় এই ট্রলার দুর্ঘটনা ঘটেছে।
ট্রলার দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আবদুর রব বেপারী (৫৫) ও একই এলাকার আবদুস সালামের ছেলে মোঃ রাজীব (১৫)।
সকাল ৭বটার দিকে হিজলা উপজেলার চর্মকীল থেকে খালিশপুরের উদ্দেশ্যে ট্রলারটি যাত্রা করে। হঠাৎ শুরু হওয়া কাল বৈশাখী ঝড়ের কবলে পওে ট্রলারটি। এই ট্রলালে থাকা ১০ জন শ্রমিক মেঘনা নদী পাড়ি দিচ্ছিল। এতে আটজন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ হয়। পরে দুপুর ২টার দিকে ওই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রমিকদেও মৃতদেহ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করেছেন মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নাশীর উদ্দিন।