বলিউডের দুই’বচ্চন করোনা আক্রান্ত খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

0
127
Boliud-Dro-12-p-1
অমিতাভ ও অভিষেক বচ্চন ( ফাইল ছবি)

সুমন বিশ্বাস

অমিতাভের বচ্চনের পরে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ছেলে অভিষেক বচ্চনও।

শনিবার সন্ধ্যারপরে মুম্বায়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ। এ খবর টুইট করে নিজেই জানিয়েছেন। অমিতাভ বচ্চন আক্রান্তের পরে স্বাভাবিক ভাবেই কোভিড-১৯ পরীক্ষা করানো হয় ছেলে অভিষেক, পূত্রবধূ ঐশ্বরিয়া এবং আরাধ্যাকেও।

শনিবার রাতেই খবর আসে অভিষেক বচ্চনের দেহেও কোভিড-১৯ এর সংক্রমণ বিদ্যমান। তবে, ঐশ্বরিয়া এবং জয়া-সহ বাকিদের সবার রিপোর্টই আপাতত নেগেটিভ বলে জানা গিয়েছে।

দেখুন- খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

এমন খবর প্রকাশ্যের পরেই অমিতাভ-জয়া বচ্চনকে ফোন করে আপনজনের মতো খোঁজ-খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়া বচ্চন জানিয়েছেন, অমিতাভের অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করেছেন মুখ্যমন্ত্রী। বচ্চন পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অনেক আগে থেকেই ভাল, সেকথা অন্য সকলের জানা।
মুম্বায় প্রশাসনও প্রতিটা মূহূর্তে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন অভিষেক বচ্চন।