বহিস্কৃত ছাত্রলীগ নেতার হামলায় ৪ ছাত্রলীগ কর্মী আহত

0
92
হামলায় আহত এক ছাত্রলীগ কর্মী

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতির হাসুয়ার আঘাতে ছাত্রলীগের ৪ কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আরিফুল নামের একজনের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে কুমারখালী উপজেলার শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্যদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহতরা হলেন- পৌরসভার কাজীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫), বাটিকামারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (২৫), বড় মালিয়াট গ্রামের খালেক আলীর ছেলে জুয়েল ও সম্রাট (২৪)।

আহত স¤্রাট জানান, রাত সাড়ে ১০ টার দিকে শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় চা পান করতে গেলে পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি পাপ্পুর নেতৃত্বে তুর্য, রামিম, আলিফসহ ৪-৫ জন এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় হাসুয়ার আঘাতে আরিফের পেট কেটে ভূড়ি বের হয়ে যায়। স্থানীয়রা আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকীরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৪ জন রাজশাহী ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জড়িতদের খুব দ্রæত আইনের আওতায় আনা হবে।