দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ এ্যাডঃ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। দেশ স্বাধীন হওয়ার পরেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। এসব ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়ন হচ্ছে ঠিক তখন দেশকে অস্থিতিশীল করতে তারা সন্ত্রাস ও নাশকতার মত কার্যক্রম চালানোর চেষ্টা করছে।
মঙ্গলবার সন্ত্রাস জঙ্গীবাদ নাশকতা প্রতিহতকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংসদ বাদশাহ বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসী জঙ্গিবাদ ও নাশকতারকারীদের জায়গা নেই। যারা এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
অন্যানদের মধ্যে আলোচনা করেন দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, আল্লারদর্গা বায়তুন নুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফিরোজুল আলম ও আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হক প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।