বাজেট করোনা মহামারিতে জনগণকে দুর্ভোগে ফেলবে – বিএনপি

0
113
Mirza-Faqrul-islam-dro-12-p-9-compressed
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘কাল্পনিক, ধোঁয়াটে এবং অযৌক্তিক’ উল্লেখ করে বিএনপি বলেছে, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট করোনাভাইরাস মহামারিতে জনগণকে আরও দুর্ভোগে ফেলবে।

শুক্রবারে অনলাইন সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বাজেটে জনগণের জীবন-জীবিকা রক্ষা এবং বর্তমান সংকট কাটিয়ে ওঠার বিষয়ে কোনো বার্তা না দেওয়ায় জাতি হতাশ হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকার শুধু দুর্নীতির সুযোগ দিতে এবং ক্ষমতাসীন দলের লোকদের জনসাধারণের অর্থ লুণ্ঠনের জন্য মেগা প্রকল্পের জন্য বিশাল বরাদ্দের প্রস্তাব করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

ফখরুল ইসলাম বলেন, বাজেট আক্ষরিক অর্থে কল্পনাপ্রসূত কথার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। বাজেট জনবান্ধব হয়নি।

তিনি বলেন, মানুষের জীবন ও অর্থনীতিকে এ মহাসংকট থেকে উদ্ধারের জন্য প্রয়োজন ছিল প্রথাগত বাজেট কাঠামো থেকে বেরিয়ে আসা। এবং একটি ‘বিশেষ করোনা বাজেট’ করা। অর্থমন্ত্রী তা না করে একটি গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছেন। যা জাতিকে হতাশ করেছে।

বিএনপির পক্ষ থেকে ৯ জুন সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ তিন বছরের জন্য একটি মধ্যমেয়াদী বাজেটের রূপরেখা দেয়া হয়েছিল। বিএনপি মহাসচিব বলেন, অর্থমন্ত্রী আমাদের সুপারিশ ও দেশের অধিকাংশ শীর্ষ অর্থনীতিবিদের অভিমতকে উপেক্ষা করে প্রত্যাশিত বাজেটের স্থলে নিতান্তই একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন।

তিনি আরো বলেন, বাজেটে করোনা কাটিয়ে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই।

ফখরুল বলেন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ দেয়া হয়নি।