লিটন জামান
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মায়োর্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লীগায় নতুন করে ফেরার উদযাপন করলেন বার্সেলোনা।
বার্সার এই দুর্দান্ত জয়ে গোল করে ভূমিকা রেখেছেন মার্টিন ব্রাথওয়েট,আর্তোরে ভিদাল,জুর্দি আলবা ও লিওনেল মেসি। তবে দুই গোলে অ্যাসিস্ট আর দলের শেষ গোলটা করে রাত টা স্বরণীয় করে রাখলেন মেসি নিজেও। সেই সাথে লীগে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানটি ধরে রাখলেন বার্সেলোনা ।