বালু ও মাটি তোলার দায়ে ৪ জনের কারাদন্ড

0
97

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদ থেকে অবৈভাবে বালু ও মাটি তোলার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকা ও সাওতা এলাকায় আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো. আমিরুল আরাফাত আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে গড়াই নদী থেকে বালু ও মাটি তোলার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তদের মধ্যে-চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আমজাদ শেখকে (৪০) পাঁচ দিন, চর বহলা গ্রামের ঝাজু শেখের ছেলে ছবিদ শেখকে (২৫) তিন দিন, সাওতা গ্রামের রায়হানের ছেলে রাকিবুল ইসলামবে (১৮) সাত দিন এবং সাওতা গ্রামের গাকছার আলীর ছেলে মো. ছাহিদুলকে (১৮) কে সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এতথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল।