বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

0
57

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আক্টোবর) দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাটে সাজীদ নিহত হয়। সে কামিরহাট গ্রামের সিদ্দিকের ছেলে। বাজার থেকে বাড়ি ফেরার পথে সে বজ্রপাতের শিকার হয়।

আরও পড়ুন – অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড

ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সাজীদ কামিরহাট বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ী যাচ্ছিলো। সে সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে সাজীদ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বজ্রপাতে কিশোরের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।