বিএনপির নেতার পাল্টা অভিযোগ ব্যবসায়ী রশিদের বিরুদ্ধে

0
13

কুষ্টিয়া প্রতিনিধি

দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচারসহ বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা।

শুক্রবার (১১ এপ্রিল) সকালেরর দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব এই সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার ব্যবসায়ীক পার্টনার ও আওয়ামী লীগের দোসর চাল ব্যবসায়ী রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে।

তিনি বলেন, গত ৯ এপ্রিল দুপুরে কুষ্টিয়ায় বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি চাল ব্যবসায়ী আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাড়িতে কে বা কারা গুলিবর্ষণ করেন। এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে আওয়ামী লীগের ওই দোসর সাংবাদিকদের কাছে আমাকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন। ওই দিন তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দেন আইলচারা পশু হাটের টেন্ডারকে কেন্দ্র করে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অথচ আমি কিংবা মুন্না কেউ ওই হাটের দরপত্র ক্রয় করিনি। যেখানে আমরা দরপত্রে অংশ নেয়নি, সেখানে আমাদের প্রভাব বিস্তারের অভিযোগ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়, বলে আমি মনে করি।

আরও পড়ুন – ফুলের সাথে এক বিকাল

তিরি আরও বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় প্রশাসন একজনকে আটক করেছে। আপনারা পেশাগত দায়িত্বের জায়গা থেকে খোঁজ খবর নিলে আসল ঘটনা জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা আব্দুর রশিদের বক্তব্য সঠিকভাবে যাচাই বাছাই করেন। ওই টেন্ডারের তথ্য সংগ্রহ করলেই আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। আব্দুর রশিদ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। তার বাড়িতে গুলির ঘটনায় আমাদের কোন সম্পৃক্ততা নেই। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত করে আসল ঘটনা তুলে ধরার অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন – নারী উদ্যোক্তাকে কুপ্রস্তাব দেওয়া যুব উন্নয়ন কর্মকর্তাকে বদলি