বিএনপির সমাবেশের স্থানের বিষয়ে সিদ্ধান্ত হয়নিঃ ডিএমটি কমিশনার

0
127
ছবি সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি ঢাকার নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে চায়। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি। তবে রাজধানীর কোথায় সমাবেশের অনুমতি দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বিএনপির সমাবেশের বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি কি আকারের জনসমাবেশ করবে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে, আমরা চাই জনদুর্ভোগ এড়াতে।

নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে না দিলে কোথায় বিএনপি সমাবেশের অনুমতি পাবে, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা সমাবেশের ভ্যেনুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেইনি।

গত ১৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশের ঘোষণা দেয়। এর তিন দিনের মাথায় গত শনিবার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে দলটি।