দ্রোহ অনলাইন ডেস্ক
বিএনপি প্রতিদিনই অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছে। তবে এ ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিচ্ছে সরকার ।
রবিবার সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সরকার না-কি জেল ভর্তি করে ফেলেছে। তার কাছে জানতে চাই, বিএনপির কোন শীর্ষ নেতা কিংবা কেন্দ্রীয় কমিটির নেতা নতুন করে জেলে গেছেন? বিএনপির চিহ্নিত অপরাধী ছাড়া অন্য কোন নেতা কি গ্রেপ্তার হয়েছেন?
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নমুখী সরকার। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট। বছরের পর বছর নানা দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ আজকের উদীয়মান অর্থনীতির দেশে পরিণত হয়েছে। সংকটে নেতৃত্ব দিয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম শেখ হাসিনা।