বিকেএসপি জিমন্যাস্টিকস কোচ নাসরিন মারাগেছেন

0
170

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রীড়া শিা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জিমন্যাস্টিকস কোচ নাসরিন আক্তারও না ফেরার দেশে পারি জমিয়েছেন। স্বামী কাজী আকরাম আলীর মৃত্যুর ৪০দিন পর তিনিও মৃত্যুবরণ করেন।

জিমন্যাস্টিকস কোচ নাসরিন কিডনি রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসা করাতে ভারতের ব্যাঙ্গালুরু নিয়েছিলেন আকরাম আলী। সেখান থেকে তারা চলে এসেছিলেন কলকাতায়।

১৫ মে কলকাতায় মৃত্যুবরণ করেন কাজী আকরাম আলী। এ সময় নাসরিন আক্তার ছিলেন একটি হাসপাতালে ভর্তি। বুধবার রাতে নাসরিনও মৃত্যুবরণ করলেন ।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু জানান, কিছুদিন ধরে নাসরিন আক্তার লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার রাতে তিনি মারা গেছেন। কলকাতার হাওড়াতেই দাফন করা হয়েছিল কাজী আকরাম আলীকে, সেখানেই শেষ ঠিকানা হলো তার স্ত্রী নাসরিন আক্তারের।