বিদায় নিলেন সবচেয়ে দামী ফুটবলার

0
109
Kalindra-Dro-11-p-15-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন স্পোর্টস

বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে মাঠ কাঁপানো কোস্টারিকার দানিয়েল কলিন্দ্রেস দেশের ফুটবল থেকে বিদায় নিয়েছে।

বুধবার কোন এক সময় বসুন্ধরা কিংসের অফিসে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ২৬ নম্বর জার্সিধারি কলিন্দ্রেসে বিদায় জানানো হয়।

তিনি ক্লাবের হয়ে সম্ভ্যব সব শিরোপা অর্জন করেছে। দলের হয়ে তার রয়েছে ২৬ টি গোল। চুক্তি শেষ হয়ে যাবার কারণে বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে দামি খেলোয়াড় হিসাবে তার বিদায়ের আনুষ্ঠানিগতা শেষ হয়েছে। এই তারকার বিদায় কালে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, কোচ অস্কার ব্রæজন ও টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরা।