বিসর্জন

0
113

পুজার আনুষ্ঠানিকতা শেষে স্বরস্বতী দেবির প্রতিমা বির্সজনের পালা। তাই নগর প্রদর্শনের জন্য স্যালো ইঞ্জিন চালিত নসিমনে প্রতিমা নিয়ে ঢাক বাজিয়ে প্রধান প্রধান সড়র প্রদক্ষিন করা হয়। খোকসা কালীবাড়ি সার্বজনিন পূজা কমিটির প্রতিমাটি নগর প্রদর্শনের ছবিটি শনিবার বিকালে তোলা হয়।