দ্রোহ বিনোদন ডেস্ক
করোনাভাইরাস মাকে কেড়ে নেওয়ায় সময়টা খুব খারাপই যাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের।
আর এ জন্যই নিজের ও একমাত্র সন্তান আব্রাম জয়ের জন্মদিন এড়িয়েই গেছেন অপু।
প্রতিবারই জমকালো আয়োজন থাকলেও এবার মাতৃবিয়োগের বিষাদ ও জমাট কষ্ট নিয়েই দিন দুটি পার করেছেন এই চিত্রনায়িকা।
মা হারানোর শোক কাটাতে পারছেন না অপু। যে কারণে তার ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাতেও অপু ছিলেন নিষ্প্রভ মন মরা। যে মা সার্বক্ষণিক ছায়া হয়ে থাকতেন, তাকে ছাড়া এসব জন্মদিন, পূজা কি করে পালন করা যায়।
সোমবার সেই বুকফাটা কান্না প্রকাশ পেল তার একটি স্ট্যাটাসে। নিজের ফেসবুকে অপু লেখেন, ‘এবারের পূজায় কোনো পরিকল্পনা ছিল না। মা কিছুদিন আগে গত হয়েছেন। মা পূজার সব পরিকল্পনা করতেন। মা থাকতে পূজায় অনেক আনন্দ হতো। এবারের পূজাতে মায়ের কথা মনে পড়ছিল আর বারবার বুক ফেটে কান্না আসছিল।’