
দ্রোহ অনলাইন ডেস্ক
সদরঘাটের কাঠপট্টি ঘাট এলাকায় ২৯ জুন সকালে ময়ূর-২ লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লঞ্চের মাস্টার আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকা থেকে রবিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে রিমান্ড চেয়ে মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল হোসেনকে আদালতে পাঠনো হবে।
নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার
এর আগে ১০ জুলাই গ্রেপ্তার করা হয় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দক হানিফ সোহাগকে। রাজধানীর কলাবাগান থানার সোবাহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২৯ জুন সকাল ৯টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগেই চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এ ঘটনায় সাথে সাথে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির এ ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।