বৃষ্টি বিরম্বনায় পরীক্ষার্থীরা

0
139

টানা তাপদাহের পর শ্বস্তির বৃষ্টি এসএসসি পরীক্ষার্থীদের বিরম্বনায় ফেলেছিল। প্রথম দিন পরীক্ষা শুরুর আগে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরীক্ষা শেষের পূর্ব মুহুত্যে তা মুষল ধারে বৃষ্টিতে রুপনেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে বৃষ্টির নাকাল হয় পরীক্ষার্থীরা। বেলা তিন টার পর বৃষ্টি বিরতি দেয়। খোকসার শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজ কেন্দ্র থেকে বেডিয়ে বৃষ্টিতে ভিজে পরীক্ষার্থীরা বাড়ি ফিরছে। রবিবার দুপুরে শোমসপুর রেল গেট এলাকা থেকে ছবিটি তোলা।