দ্রোহ অনলাইন ডেস্ক
মৃত্যুর পরেও যেন অধীর আগ্রহে ছেলেমেয়েদের জন্য পথ চেয়ে আছেন প্লেব্যাক স¤্রাট এন্ড্রু কিশোর। একনজর বাবাকে দেখতে সন্তানরা ছুটে আসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। মহামারী করোনা পরিস্থিতিতে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া খুবই দূরহ ব্যপার । তবুও সদ্য প্রয়াত বাবাকে দেখতে ছুটে আসছেন তারা।
আরও দেখুন–এন্ড্রু কিশোর না ফেরার দেশে
রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ। শিল্পীর ছেলে সপ্তক ও মেয়ে সঙ্গা দেশে ফিরলে ১৫ জুলাই হবে এন্ড্রু কিশোরের অন্তিমযাত্রা।
রাজশাহীর কালেক্টরেট মাঠে খ্রিষ্টানদের কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। ইতোমধ্যে দেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে রওনা হয়েছেন কিশোরের ছেলে সপ্তক।
আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার দুবাই এসে পৌঁছেছেন কিশোরপূত্র সপ্তক। বর্তমানে তিনি দুবাই বিমানবন্দর থেকে দেশে ফেরার ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে পা রাখবেন তিনি।
https://www.youtube.com/watch?v=dKwnz39g7Cw
তবে কিশোরকণ্যা সঙ্গা এখনো দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেননি। দেশে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনিও। জানা গেছে, তার দেশে ফিরতে আরও চার দিন সময় লাগতে পারে।