দ্রোহ অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে আওয়ামী লীগ। বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ ও সংসদ নেতা নির্বাচন হবে। পরদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ হবে। এরপর মন্ত্রীদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো শুরু হবে সরকারের যাত্রা।
সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, ইতোমধ্যে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। বুধবার নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। সেই পরিপ্রেেিত আমরা প্রস্তুুতি নিচ্ছি। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুুতি নিচ্ছি আমরা।
মন্ত্রি পরিষদে আসতে পারে বেশ কয়েকটি নতুন মুখ। দপ্তর পরিবর্তন হতে পারে অনেকের। অনেকে বাদ পড়বেন। এরই মধ্যে ছয়জনের বাদ পড়ার বিষয় মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। প্রমোশন হতে পারে বেশ কয়েকজন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর।
মন্ত্রিসভায় কারা আসছেন? এ নিয়ে মুখ খুলতে নারাজ আওয়ামী লীগ নেতারা। একাধিক নেতা সংবাদ মাধ্যমকে জানান, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না।’ আবার কেউ কেউ বাদ পড়া, যুক্ত হওয়া নিয়ে কথা বললেও নাম প্রকাশ করতে চান না।