বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৪দিন বন্ধ থাকবে

0
167
DROHO- FES-22- P-3

বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন আমদানী রফতানি বন্ধ থাকছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। তবে বন্দর ও কাস্টমস হাউসে কাজ-কর্ম স্বাভাবিক থাকবে।

পূজার ছুটিতে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ২৭ অক্টোবর সকাল থেকে আমদানি-রফতানি চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, দুর্গাপূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে জানানো হয়েছে।

কাস্টমসের ডেপুটি কমিশনার বেলাল হোসেন জানান, ওপারে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়ে দিয়েছেন।

আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে আবার আমদানি-রফতানি শুরু হবে বলে তিনি জানান।