বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

0
36

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মো.শুভ (১৯)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকার শাহিনুর রহমানের ছেলে। তিনি চলতি বছর কুমারখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি কুমারখালীর বুলবুল টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুভ সোমবার সন্ধ্যায় বাইসাইকেল চালিয়ে শহীদ গোলাম কিবরিয়া সেতু দিয়ে কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। সেতুর প্রায় মাঝখানে পৌছালে বেপরোয়া গতি সম্পন্ন একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় তিনি ছিটকে সেতুর ওপর পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও যদুবয়রা পুরাতন বাজার এলাকার বাসিন্দা ফয়সাল হোসেন জানান, একটি মোটরসাইকেল পিছন থেকে শুভকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। তবে মোটরসাইকেল চালককে ধরা যায়নি। তার ভাষ্য, সেতুর ওপর সব সময় অপ্রাপ্তবয়স্ক ও বখাটে ছেলেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। ওই সব বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

শুভর খালু মনিরুল ইসলাম জানান, শুভ এবছর কুমারখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেছে। পড়াশোনার পাশাপাশি সে (শুভ) বুলবুল টেক্সটাইলে কাজ করত। সোমবার কারখানা ছুটি থাকায় বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল।

আরও পড়ুন – চিত্রা নদী অবৈধ দখলদার মুক্ত হতে যাচ্ছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ আহমেদ জানান, হাসপাতালে পৌছানোর আগেই শুভর মৃত্যু হয় । মাথায় বড় ধরনের আঘাতের চিহৃ আছে।

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, সেতুর ওপর মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন।